মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ জুন বৃহস্পতিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভা ও বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা ও গাছের ছারা বিতরণী অনুষ্টানে ভিডিও কনফারেন্সেস মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ কমান্ডার মেঃ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলভীবাজার জেলা কমান্ডার মোঃ শেফাউল হোসেন, রাজনগর থানা অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম,রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাক ব্যবস্থাপক চানু লাল দাস চৌধুরী। আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক চন্দন কান্তি দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর নাহার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার ভিডিপির সদস্য ছফা বেগম। উক্ত অনুষ্ঠানে আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও দলনেতা দলনেত্রীদের মধ্যে ৬ টি বাইসাইকেল ২ টি সেলাই মেশিন ১০ টি ছাতা ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্টানের আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজনগর।