সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
ডেস্ক রিপোট :: চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৬তম আসরে ‘ওপেনহাইমার’-এর জয়জয়াকার অবস্থা। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে নির্মিত ছবিটি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ১০ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১১ মার্চ ভোর ৫টা) শুরু হয় এবারের অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চলচ্চিত্রে ২০২৩ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৬তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
৯৬তম অস্কার আসরে মোট পুরস্কারের মধ্যে সাতটিই জিতেছে ওপেনহাইমার। ‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এই ছবির অভিনেতা কিলিয়ান মারফি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।
সেরা অভিনেতা ও নির্মাতা ছাড়াও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ওপেনহাইমার।
সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), সেরা মৌলিক আবহ সংগীত লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)।