বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন করে বিক্রি, জমিতে গভীর গর্ত সৃষ্টি এবং যানবাহনে পরিবহন করে সড়কের ক্ষতিসাধনের অভিযোগে আতিকুর রহমান নামে একজন ট্রাক্টর ও এক্সকেভেটর মালিকের বিরুদ্ধে সোমবার দুপুরে থানায় মামলা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানা পুলিশ মাটি কর্তনকালে একটি ট্রাক্টর জব্দ করেছেন।
জানা গেছে, হাকালুকি হাওর পাড়ের সুজানগর ইউনিয়নের বারহালি এলাকার কৃষি (ফসলি) জমির মাটি কেটে নিজস্ব একাধিক ট্রাক-ট্রাক্টরে বিপন করছেন বাবনের চক গ্রামের আতিকুর রহমান। এতে ধুলোবালিতে পরিবেশ বিনষ্ট, গ্রামীণ সড়কের মারাত্মক ক্ষতি ও সড়কে মাটি পড়ে পিচ্ছির হওয়ায় আশংকাজনকভাবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। রোববার বিকেলে আতিকুর রহমান এক্সকেভেটরে অবৈধভাবে মাটি কেটে ৬টি ট্রাক ও ট্রাক্টরে ফসলি জমির মাটি পরিবহন করছিলেন। খবর পেয়ে ইউএনও নাজরাতুন নাঈমের নির্দেশে ভূমি কর্মকর্তা-কর্মচারি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক্সকেভেটর ও ট্রাক-ট্রাক্টর আটক করেন। একটি ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে গেলে অসাধুরা মাটি পরিবহণে নিয়োজিত অপর যানবাহনগুলো নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার ইউএনও’র নির্দেশে দক্ষিণভাগ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি ভূমি কর্মকর্তা ট্রাক-ট্রাক্টর মালিক আতিকুর রহমানের বিরুদ্ধে মাটি কর্তন ও সরকারী রাজস্বের ক্ষতি রোধকল্পে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী থানায় মামলা করেছেন।
ইউএনও নাজরাতুন নাঈম জানান, ফসলি জমির মাটি কর্তনের নিয়ম নেই। অবৈধভাবে মাটি কর্তনের দায়ে একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। ট্রাক্টর মালিক আতিকুর রহমানের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা হয়েছে।