সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ মার্চ) এ ফল প্রকাশ করা হয়। এ বিসিএসে মোট ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে।