1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় গৃহবধুকে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় দেবর কতৃক ভাবিকে নির্যাতন ও প্রাণে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।২৫ জুন শুক্রবার স্থানীয় একটি হোটেলে দুপুরে মোছা. ছালেমা বেগম (৪৮) নামক ওই গৃহবধু এক সংবাদ সম্মেলন করে তাঁর উপর তিন দেবর কতৃক নির্যাতন ও প্রাণে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ করেন।
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চান্দপুর গ্রামের বিজিবি সুবেদার আব্দুল মোতালেবের স্ত্রী মোছা: ছালেমা বেগম। তিনি ৩ দেবর বিরুদ্ধে এই অভিযোগ করেন। গত ১৯ জুন ও ০৩ এপ্রিল তার উপর নির্যাতন চালানো হয় বলে তিনি দাবী করেন। এব্যাপারে তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে ছালেমা বেগম জানান, তার স্বামী বিজিবিতে ও বড় ছেলে সরকারি চাকরিতে কর্মরত আছেন। বিধায় ছোট ছেলেকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে বসবাস করেন। দেবর আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও আব্দুল জলিল মিলে তাদের বাবা (আমার শ^শুড়) আব্দুল লতিফকে ভুল পথে পরিচালিত করে নিজেদের মধৌ অশান্তি সৃষ্টি করে চলেছেন। আমাকে বার বার শারিরীকভাবে নির্যাতন করেছেন। তাদের জন্য সবসময় আতঙ্কে থাকি। আমার দেবরেরা আমাকে প্রাণে হত্যার অপতৎপতার লিপ্ত রয়েছে। তাই সাংবাদ সম্মেলন করে ন্যায় বিচার দাবি করেন।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, এটা তাদের পারিবারিক বিষয়। উভয়পক্ষে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..