বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: শ্রীমঙ্গল পাহারাদার মিজাজ মিয়া (৫০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৬ জুন সকাল ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত মিজাজ মিয়া শহরের সোনামিয়া রোডের পাহারাদার ছিলেন ।
নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সাথে আমার স্বামী ঝুলে আছেন। তিনি বলেন, তার ধারণা তার স্বামী নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। স্ত্রী বলেন, তার স্বামী খুব রাগ করতেন, কারো কথা শুনতেন না। জেদ করেই গলায় ফাঁস দিতে পারেন। নিহত ব্যাক্তি প্রায় ৪ বছর ধরে মিশন রোডে ভাড়া আছেন। এবং দুই বছর ধরে পাহারাদের কাজ করছেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এস আই দুর্জয় সরকার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান ।
শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ময়নাতদন্তের পর জানাযোবে এট্ হত্যা না আত্নহত্যা। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।