সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার:”উদ্ভাবনায় বন, সম্ভাবনার বন” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১শে মার্চ) দুপুরে বন দিবস উপলক্ষে প্রেসক্লাবে সামনে সিলেট বনবিভাগ এবং বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট (সদর দপ্তর-মৌলভীবাজার) এর আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা লাউয়াছড়া, আদমপুর, রাজকান্দি, বর্ষিজোড়া, পাথারিয়া পাহাড়সহ মৌলভীবাজার জেলার সবকটি বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। প্রকৃতিক বন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।