বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :মা হয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। শুক্রবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ক্যামেরন ও তার স্বামী দ্বিতীয় সন্তানের মা-বাবা হওয়ার ঘোষণা দেন।
এর আগে ২০২০ সালে প্রথম কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। এবার পুত্রসন্তানের মা হয়েছেন তিনি।
নতুন অতিথির আগমনে ইনস্টাগ্রামে তারা লিখেছেন, ‘আমরা পুত্রসন্তানের মা-বাবা হয়েছি। কারদিনাল ম্যাডেনের আগমনের ঘোষণা দিতে খুবই রোমাঞ্চিত বোধ করছি। সে দারুণ, ওকে পেয়ে আমরা খুব খুশি। সন্তানের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে আমরা ওর ছবি দিচ্ছি না। ’
দিয়াজ কবে সন্তানের জন্ম দিয়েছেন, তা অবশ্য উল্লেখ করেননি এই তারকা দম্পতি।
১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ দিয়ে ক্যারিয়ার শুরুর পর দ্রুতই খ্যাতি পান ডিয়াজ। পরের দুই দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। ২০১৫ সালে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন ডিয়াজ। ২০১৮ সালে এসে হঠাৎই হলিউডকে বিদায় জানান এই অভিনেত্রী।