সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্জি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকার শ্রীমঙ্গল এস,আর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্জি নেতৃবৃন্দসহ পবাসীদের কল্যাণে দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল জামে মসজিদের প্রধান খতিব ও ইমাম হাফেজ মাওলানা আব্দুল কদ্দুস নিজামী। এসময় উপস্থিত ছিলেন দেশীয় প্রতিনিধি তরুণ ব্যবসায়ী ইকরামুল ইসলাম ইমন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, মাদারাসা প্রধান শিক্ষক ও পরিচালক হাফেজ আতিকুর রহমান, সহকাররি শিক্ষক হাফেজ হাবিবুর রহমান আফজল ও হাফেজ আব্দুল খালেক চৌধুরিসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্জি’র সভাপতি মোহাম্মদ মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম তরফদার রাহাত এর নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে জেলার ৭ টি উপজেলায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।