শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় খলনায়কের ভূমিকায় থাকছেন বলে জানা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। আগামী কিছুদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানা যায়। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি সিনেমার পরিচালক বা সিনেমা সংশ্লিষ্ট কেউ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল। এদিকে যীশুর থাকা না থাকা নিয়ে আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি। ‘তুফান’ সিনেমাটি নির্মিত হবে চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের যৌথ প্রযোজনায়। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।