সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
মোঃ আব্দুল কাইয়ুম::মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর জানাযার নামাজে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নিয়েছেন।
গতকাল শুক্রবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় সরল প্রকৃতির প্রচারবিমূখ এই আলেমের জানাযার নামাজ। এর আগে নামাজে অংশ নিতে ঈদগাহমুখী মুসল্লীদের স্রোত নামে। শেষ বিদায়ে একনজর দেখতে মরদেহর পাশে ভীড় জমান হাজার হাজার মানুষ।
জানাযার নামাজে আওয়ামীলীগ, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, জমিয়তের উলামা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরিবার, আত্মীয়-স্বজন সহ অন্তত ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নেন ওই নামাজে।
জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদিস মাওলানা আব্দুল বাছিত আজাদ, বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা রশীদুর রহমান ফারুক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, সিলেট ওসমানী মেডিকেলের সহকারি অধ্যাপক ডাঃ আখলাক আহমদ, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, বানিয়াচং ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল খান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শামসুজ্জোহা, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি শামসুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরে আলম হামিদী ও বড় ছেলে সৈয়দ আতহার জাকোয়ান প্রমুখ।
এর পর মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর চাচা শ্বশুর বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা রশীদুর রহমান ফারুক এর ইমামতীতে জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীমঙ্গল উপজেলার বরুণা গ্রামে। সেখানে বরুনার পীর ও তাঁর শ্বশুর মরহুম মাওলানা খলিলুর রহমান এর কবরের পাশে দাফন সম্পন্ন হয়।
এর আগে শুক্রবার সকাল ৬ টার দিকে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলার নিভৃতচারী এই আলেম।
এদিকে মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর মৃত্যুর খবরে পরিবার, আলেম সমাজ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সহ দলীয় নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী জেলার শীর্ষ আলেম ও বরুনার পীর শায়খুল হাদিস মরহুম মাওলানা খলিলুর রহমান এর জামাতা। ৬ ভাই আর এক বোনের মধ্যে সৈয়দ মুজাদ্দিদ আলী ভাইদের মধ্যে তৃতীয়। তিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম সৈয়দ মোস্তাকিম আলী, আওয়ামীলীগ নেতা ও পরিবহন মালিক সমিতির সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ মুফাস্সিল আলীর ভাই। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।