সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারের কবলে পড়েছে। এ কনটেন্ট ক্রিয়েটরের পেজ থেকেই এ তথ্য দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত ২ টা ৫০ এর দিকে হিরো আলমের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা, উগান্ডা সাইবার টিম দ্বারা পেজটি হ্যাক করা হয়েছে। এদিকে হিরো আলমের পেজ থেকে করা ওই পোস্টে নেটিজেনরা করেছেন নানারকম মন্তব্য। কেউ কেউ হ্যাকারকে ধন্যবাদ জানিয়েছেন। আলম যেন পেজটি ফিরে না পান এমন মন্তব্যও করেছেন অনেকে। তবে এ বিষয়ে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। গত বছরও হ্যাকারদের কবলে পড়েছিল ফেসবুক পেজসহ আলমের দশটি অ্যাকাউন্ট। Ashraful Hossen Alom নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলম নিজেই দিয়েছিলেন এ তথ্য। তবে ফের হ্যাকারদের কবলে পড়া সম্পর্কে এখনও কিছু জানাননি এ কনটেন্ট ক্রিয়েটর। হিরো আলম ব্যস্ত আছেন কলকাতার দুটি ছবির কাজে। ‘নীলে গেম’ ও ‘মিয়া ভাই’ নামের ছবি দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।