শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ফলোঅন এড়ানো চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছেন বাংলাদেশ। যদিও কাজটি সহজ হবে না টাইগার ব্যাটারদের। নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন শুরু করেন জাকির হাসান।
দ্বিতীয় দিন শেষে জাকির (২৮*) ও তাইজুল (০*) অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ৫৩১ রান করেন শ্রীলঙ্কা। জবাবে ১ উইকেটে ৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে এখনো ৪৭৬ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্ত দল। তাই ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ২৭৭ রান।