সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জেলার মৌলভীবাজার সদর উপজেলাধীন মল্লিকসরাই গ্রামের সুন্দর মিয়ার ছেলে পলাতক আসামী মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করতে মৌলভীবাজার সদর থানা পুলিশ গতকাল রাত আট ঘটিকায় তাহার বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের প্রত্যেকটি কক্ষ তল্লাশী করে কিন্তু মোঃ সাইফুল ইসলামকে না পাওয়ায় গ্রেফতার করতে পারে নাই। স্থানীয় সূত্রে জানা যায় জনাব মোঃ সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে বসবাস করিতেছেন। তিনি দেশে থাকাকালীন সময় ২০০৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সদস্য হিসাবে রাজনীতিতে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ খ্রিঃ তিনি উক্ত শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এবং বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। মামলা সূত্রে জানা যায় ২০১০ খ্রিষ্টাব্দের ফ্রেব্রæয়ারীর পাঁচ তারিখ বিরোধী দলীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করে শহরের চৌমুহনায় বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পৌছলে আওয়ামীলীগ, বিএনপি’র সংঘর্ষ হয় এবং উভয় দলের মধ্যে হামলা পাল্টা হামলা হয় এতে উভয় দলের ১০/১২ জন কর্মী আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাশীন দল আওয়ামীলীগের মৌলভীবাজার পৌর শাখার সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু বাদী হয়ে বিরোধীদল বিএনপি, যুবদল, ছাত্রদলের ১৪ জনের নাম উল্লেখ করে এবং ১২০/১৫০ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মৌলভীবাজার সদর থানায় বিগত পাঁচ ফেব্রæয়ারী ২০১০ খ্রিঃ মামলা দায়ের করেন, যাহা মৌলভীবাজার সদর থানার মামলা নং-০৬ এবং জি আর মামলা নং-১৬৫/২০১০ (সদর)। পরবর্তীতে সদর থানা পুলিশ তদন্ত করে মোঃ সাইফুল ইসলাম সহ ১৪ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করলে, আদালত চার্জশীট গ্রহন করিয়া বিগত ০৪/০৬/২০১৫ইং মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। জনাব সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ায় মৌলভীবাজার সদর থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানা নিয়ে মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করিয়াছে।