1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেয়া হচ্ছে’

  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::তারকাদের নিয়ে সমাজমাধ্যমে ট্রোলিং নতুন ঘটনা নয়। সময়ের সঙ্গে কেউ কেউ বিষয়টার সঙ্গে নিজেকে মানিয়েও নেন। তবে এবার বেনজির ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী রাইমা সেন। বাড়ির ল্যান্ডলাইন ফোনে লাগাতার অভিনেত্রীকে হুমকি দেয়া হচ্ছে বলে খবর। কিন্তু কেন?

‘মা কালী’ নামের একটি হিন্দি সিনেমাতে অভিনয় করেছেন রাইমা। সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসা। ইতিহাসে যা ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সম্প্রতি সিনেমার একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে।

সূত্রের দাবি, তার পর থেকেই নাকি অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি লাগাতার ফোন করে অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে। তার আগে ‘মা কালী’ সিনেমাটিকে ‘প্রোপাগান্ডা ছবি’ হিসেবে দাগিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেই কি এই হুমকি? উঠছে প্রশ্ন।

এই মুহূর্তে রাইমা মুম্বাইয়ে রয়েছেন। ‘হুমকি’র বিষয়টি স্বীকার করে অভিনেত্রী বলেন, আমি অবাক! এ রকমও যে হতে পারে আমার কোনও ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেয়া হচ্ছে।

রাইমার মতে, যে ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, তা মুখে প্রকাশ করা বা ছাপার অযোগ্য। তবে অভিনেত্রী জানালেন, সুচিত্রা সেনের নাতনি হয়ে কী ভাবে রাজি হলেন? বা আপনাকে কলকাতাতেই তো থাকতে হবে! —এই ধরনের বাক্য ফোনের ওপার থেকে ধেয়ে এসেছে।

উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মদিন। রাইমা বললেন, আমি বাইরে। মা-বাবা বাড়িতে একা থাকেন। স্বাভাবিক ভাবেই ওরা একটু চিন্তিত। তবে বাবা আমায় বিষয়টাকে পাত্তা দিতে নিষেধ করেছেন।

রাইমার মতে, সিনেমা না দেখে আগে থেকে কোনও কিছু অনুমান করে নেয়া উচিত নয়। তার কথায়, শিল্পীর কাজ যে কোনও চরিত্রে সাবলীল অভিনয় করা। ভালো চরিত্র দেখেই সিনেমাটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।

গত বছর মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ও রাইমা অভিনীত সিনেমা ‘ভ্যাকসিন ওয়ার’। রাইমা সেই প্রসঙ্গ তুলে বললেন, তখনও সমাজমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তার পর সিনেমাটা দেখে সবাই চুপ করে যান। কিন্তু এবার বাড়িতে ফোন করে হুমকি! সত্যি বলছি, আমার ক্যারিয়ারে এই প্রথম।

রাইমা এবং তার পরিবারের সদস্যেরা কি পুলিশে কোনও রকম অভিযোগ করতে চাইছেন? রাইমা বললেন, আপাতত সিনেমার টিজার ও ট্রেলার প্রকাশের জন্য কয়েক দিন একটু সময় নিচ্ছি। কিন্তু যদি এই ভাবে হেনস্থা চলতেই থাকে, তা হলে তখন অভিযোগ জানাতেই হবে। বিজয় ইয়েলাকান্তি পরিচালিত এই সিনেমাতে রাইমা ছাড়াও অভিনয় করেছেন অভিষেক সিংহ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..