সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি:বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামজিক সংগঠন ‘বড়লেখা মানবসেবা সংস্থা’ রোববার দুপুরে শতাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে ঈদের উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। উপহার সামগ্রীর অর্থায়ন করেন সংস্থার প্রবাসী দাতা সদস্যরা।
ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক বদর উদ্দিনের সভাপতিত্বে ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু। বিশেষ অতিথির বক্তব্য দেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, পেশ ইমাম হাফেজ আলী আকবর, সংস্থার প্রচার সম্পাদক মাহমুদ আল তুহিন, সদস্য জামিল আহমদ, রিমন আহমদ প্রমুখ।