বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
বিশ্বজিত কর: আগামী ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত সারাদেশে কঠোর বিধিনিষেধ দিতে যাচ্ছে সরকার। এই সময়ে ঘরের বাইরে আসা যাবে না, থাকবে না মুভমেন্ট পাসও। সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
এদিকে রাজনগরে স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৯টি মামলায় জরিমানা জরিমানা করা হয়েছে। আজ সোমবার করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে চলমান লগডাউন কার্যকরের স্বার্থে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতের জন্য রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল ও সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় রাজনগর উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯টি মামলায় ২৯৫০/- টাকা জরিমানা আদায় করেন। এ সময় রাজনগর থানার এসআই আবুল হাসান সহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন করেন।