1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই, স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কম। ফলে পবিত্র ঈদুল ফিতরে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ।

আজ সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা অংশের খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় ঢাকা থেকে আসা বেশ কয়েকজন যাত্রী বলেন, খুব কম সময়েই ঢাকা থেকে কুমিল্লায় এসেছি। সড়কের কোথাও যানজট নেই। সড়কে গাড়ি কমই দেখেছি।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম বলেন, আজকেও মহাসড়কে গতকালের মতোই গাড়ির চাপ কম। মহাসড়কে কোথাও যানজট কিংবা ধীরগতি নেই।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুরো মহাসড়কই ফ্রি। অস্বাভাবিক কিছু নেই।

ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ঈদযাত্রার চতুর্থ দিনে মহাসড়কে গাড়ির চাপ কম। তবে আগামীকাল মঙ্গলবার গার্মেন্টস ছুটি হলে গাড়ির চাপ কিছুটা বাড়তে পারে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোনো যানজট নেই। গাড়ির চাপ কম থাকায় মানুষ অনায়সে বাড়ি যেতে পারছেন। মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের সমন্বিত নিরাপত্তাব্যবস্থা কাজ করছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..