শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ::বায়ার্ন মিউনিখকে প্রথম গোল হজম করাতে বেশি সময় নেয়নি আর্সেনাল। খেলার ১২ মিনিটেই গোল করে তারা। তবে দ্রুতই সমতায় ফেরে বায়ার্ন। পেনাল্টি থেকে ‘প্রিয় প্রতিপক্ষের’ জালে বল পাঠিয়ে জার্মান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন হ্যারি কেইন।
ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করা মিকেল আর্তেতার দল দ্বিতীয়ার্ধে ফের পেল জালের দেখা। তাতে ড্র হলো চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের জমজমাট লড়াই। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ আটের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। আগামী ১৭ এপ্রিল বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ। সেই ম্যাচের জয়ী দল যাবে সেমি-ফাইনালে।
কেইনের প্রত্যাবর্তনের রাতে অনুমেয়ভাবেই দাপুটে শুরু করে আর্সেনাল। দারুণ ছন্দে থাকা গানারদের আক্রমণের তোপে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে বায়ার্ন। অতিথিদের চাপে রেখে ১২ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন সাকা। বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো নিচু শটে গোল করেন ইংলিশ উইঙ্গার। গোল খেয়ে যেন ঘুম ভাঙে বায়ার্নের। ১৮ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে সমতাও ফিরিয়ে আনে তারা।
অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন সের্হে নাব্রি। এ গোলের সুযোগ তৈরিতে অবশ্য আর্সেনালের নিজেদের ভুলও কম ছিল না। এরপর ঘরের মাঠে আর্সেনাল সমর্থকদের দ্বিতীয়বার হৃদয় ভাঙে ২৯ মিনিটে। বক্সের ভেতর লেরয় সানেকে ফাউল করে উইলিয়াম সালিবা ফেলে দিলে এ পেনাল্টি পায় বায়ার্ন। আর্সেনাল গোলরক্ষক আগেই জায়গা ছাড়লে আলতো শটে বল জালে জড়ান কেইন।
পিছিয়ে পড়ার পর খেই হারায় আর্সেনাল। আক্রমণ ও বলের দখলে অবশ্য আর্সেনালই এগিয়ে ছিল, কিন্তু তাদের আক্রমণগুলো ম্যাচে ফেরার জন্য মোটেই যথেষ্ট ছিল না। ঘরের মাঠে পিছিয়ে থেকেই বিরতিতে যায় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।
বিরতির পরও দাপট ছিল আর্সেনালের। ম্যাচে ফেরার জন্য জোর চেষ্টা চালায় তারা। বায়ার্নও চেষ্টা করে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান বাড়িয়ে ম্যাচকে নিরাপদে নিয়ে যেতে। তবে এ লক্ষ্যে বায়ার্ন সফল না হলেও, আর্সেনাল ঠিকই কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি পেয়ে যায়। দুর্দান্ত এক দলগত আক্রমণ থেকে গোল করেন লেয়ান্দ্রো ট্রোসার্ড। এই গোলই শেষ পর্যন্ত হার থেকে বাঁচায় আর্সেনালকে।