বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : উইম্বলডনের প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন নোভাক জকোভিচ। প্রথম সেট জিতে চমক জাগান ব্রিটিশ টিনএজার জ্যাক ড্র্যাপার। পরে অবশ্য আর পাত্তা পাননি তিনি। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।
২০১০ সালের পর এই প্রথম প্রতিযোগিতাটির প্রথম রাউন্ডে প্রথম সেটে হারলেন ৩৪ বছর বয়সী সার্বিয়ান। সেন্টার কোর্টে সোমবার ম্যাচটি ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে জিতেন প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচ।
কয়েকদিন আগে ফরাসি ওপেন জিতেছেন জোকোভিচ, ক্যারিয়ারে যা তার ১৯তম একক গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডনের মুকুট ধরে রাখার পাশাপাশি তার লক্ষ্য এবার রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়া।
পরের রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন বা চিলির মার্সেলো বাররিওস ভেরার মুখোমুখি হবেন জোকোভিচ।