1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আমার সঙ্গে বিক্রান্ত-হর্ষবর্ধন অন্তরঙ্গ হতে ভয় পেতো: তাপসী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪০৬ বার পঠিত

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের দক্ষিণী সিনেমার মাধ্যমে বিশেষ পরিচিতি পেলেও বর্তমানে বলিউড সিনেমায় বেশি অভিনয় করছেন।

তাপসীর পরবর্তী সিনেমা ‘হাসিন দিলরুবা’। এতে তার সঙ্গে আরো আছেন— বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে। সিনেমায় তাদের সঙ্গে তাপসীর বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন তাপসী।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শুটিং করতে তারা ভয় পেতো। হয়তো ভাবতো আমি হঠাৎ কী না কী করে বসব! ব্যাপারটা বোঝার পর আমি নিজেও একটু ভয় পেয়েছিলাম। তবে শেষপর্যন্ত তাদের ভরসা জোগাতে পেরেছিলাম।’

ব্যক্তিগত জীবনে অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে তাপসীর প্রেম। সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য ও পোশাক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পেশাকে ব্যক্তিগত জীবনের থেকে বহুদূরে সরিয়ে রাখি। আমি তার পেশায় যেমন নাক গলাই না, তার কাছ থেকেও ঠিক সেটাই প্রত্যাশা করি।’

আগামী ২ জুলাই মুক্তি পাবে ‘হাসিন দিলরুবা’। এটি পরিচালনা করেছেন বিনিল ম্যাথিউ। ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..