1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সকলকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ভারতে করোনায় আরও ৯০৭ জনের মৃত্যু, আক্রান্ত সাড়ে ৩৭ হাজার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমেছে। ১০২ দিন পর দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নিচে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণহানির সংখ্যাও।

এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে সাড়ে ৫ লাখে। গত ২৪ ঘন্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

মঙ্গলবার (২৯ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে আট হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৭২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৫৭ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ৫ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১৯ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৬৫৯ জন।

ভারতে করোনার টিকাদান কর্মসূচি চলছে বেশ জোরগতিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০ লাখেরও বেশি মানুষ টিকা পেলেও আগের সপ্তাহের দিনগুলোর তুলনায় এটা অনেকটাই কম। ভারতে এখন পর্যন্ত ৩২ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..