শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: বড়লেখার আহমদপুরে বোনের খুনিকে খোঁজতে গিয়ে বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। প্রানরক্ষার্থে নির্যাতিত পরিবার সিলেট ইসকন মন্দিরে আশ্রয় গ্রহন করেছে বলে জানাগেছে। শুক্রবার(২৩ ফেব্রুয়ারী)বড়লেখা উপজেলার আহমদপুর গ্রামের বনিক দের বাড়িতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। জানাযায়, বড়লেখা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি অপু তালুকদারের বোন কলেজ ছাত্রী ইতি রানী তালুকদার খুন হয় গত বছরের ১৩ ডিসেম্বর। এ খুনের ঘটনায় আহমদপুর গ্রামের বনিক দে এর পুত্র প্রেমিক বিলাস কান্তি দে কে আসামী করে বড়লেখা থানায় একটি হত্যার মামলা করেন অপু তালুকদার। কিন্তু ঘটনার পর থেকে বিলাস কান্তি দে পালাতক আছে। খুনের আসামীকে পুলিশ দীর্ঘ দিন ধরে গ্রেফতার করতে না পারায় নিহত ইতি রানীর ভাই তাকে বাড়িতে খোঁজ করতে এসে না পেয়ে ভাংচুরও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে বলে বিলাস কান্তি দের কাকা বিকাশ দে দাবী করেন। এছাড়াও সাবেক মন্ত্রী শাহাবউদ্দিনের ভাতিজা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুনেদ আহমদ এর সহযোগীতায় বিলাস কান্তি দে এর জমি দখল করে নিচ্ছে অপু তালুকদার এধরনের অভিযোগও রয়েছে। অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনার পর বনিক দে বাড়ি ছেড়ে প্রান রক্ষার্থে সিলেট ইসকন মন্দিরে স্ত্রীকে ও ছোট ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানাগেছে। অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিষয় নিয়ে এলাকার কোন মানুষ কথা বলতে রাজি নয়। এব্যাপারে বড়লেখা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, অগ্নি সংযোগের ঘটনার খরব শুনেছি। তবে কে বা কারা করেছে বলতে পারবোনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে খুনের প্রতিশোধ হিসাবে এ ঘটনা ঘটেছে কিনা খাতিয়ে দেখবো। আমরা খুনের অভিযুক্ত বিলাস কান্তি দে কে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।