শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
জয়নাল আবেদীন :: মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর যুব পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ জুন) দুপুর ১২টায় হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প হয়। মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১৫০জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
হাজীপুর যুব পরিষদের সভাপতি জুবায়ের আহমদ জুবেল সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মো. রেজা খান বেস্তীর পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মুনিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্ঠা প্রবাসী আবুল কালাম, সাংবাদিক জয়নাল আবেদীন, ডা. আব্দুল মালিক, ডা. সৌমি, শিক্ষক হেলাল আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কামরুজ্জান হাসান, মাহবুব আলম জায়েদ, রেদওয়ানুল কালাম অভি, নাজমুল ইসলাম, মুসতাকিম আহমদ, জালাল আহমদ, জয়নাল আহমদ, আজিদ মিয়া, ফারজান আহমদ, রায়হান আহমদ, বাবলু মিয়া, সোহান মিয়া প্রমুখ।