রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘বিষমুক্ত ও পরিবেশ বান্ধব উপায়ে সবজি চাষ ও ফল উৎপাদন’ বিষয়ক ৪ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে এবং স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র ( জাইকা) সহায়তায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে ৪ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।
গত ২৭ জুন সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম প্রশিক্ষন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, জেলা প্রশিক্ষন কর্মকর্তা সামসুদ্দিন আহমদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. সিপন মিয়া।
কৃষক প্রশিক্ষনের সার্বিক ব্যবস্হাপনা, তত্বাবধান ও সহায়তায় ছিলেন জাইকা’র উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মান্নান আহমদ।
প্রশিক্ষণে স্বাস্হ্যবিধি মেনে ৪ দিনে ২৫ জন করে ১০০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন।