মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: করোনা মহামারির প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসব বিধিনিষেধ বাস্তবায়ন ও পরিস্থিতি পর্যবেক্ষণে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফৌজদারি কার্যবিধির কোড ১০ (৫) এর অধীনে নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।এর আগে সকালে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। সারাদেশে সর্বাত্মক লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন।জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের এলাকা, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন।
সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।