মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সর্বাত্মক লকডাউন কার্যকরে শুক্রবার উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। এসময় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫,২০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ৪ ব্যক্তিকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। অভিযানে অংশগ্রহণ করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মাহাদী হাসান, থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমূখ।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ পালনে নিরবিচ্ছিন্ন টহল, ক্যাম্পেইন ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি অমান্য করে বাহিরে অবস্থান করায় ৮ টি মামলায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫,২০০ টাকা জরিমানা ও ৪ জনকে আটক করা হয়।