বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক :: নেপিয়ারে জমে উঠেছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তবে নিউজিল্যান্ডের ইনিংসের মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ম্যাচটি প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর ফের মাঠে গড়িয়েছে। তবে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হয়েছে।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছে নিউজিল্যান্ড। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৭৯ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তার বদলে একাদশে ঢুকেছেন তাসকিন। প্রায় তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলছেন তাসকিন।