বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার মোট ২৫ লাখ টিকার মধ্যে ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (২ জুলাই) রাত প্রায় সাড়ে ১১টা ২২ মিনিটের দিকে টিকা নিয়ে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র ও স্বাস্থ্য সচিব, মার্কিন রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাকি সাড়ে ১২ লাখ টিকা শনিবার (৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।