বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় প্রাইভেটকারে বিপুল পরিমান ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি পাচারকালে পুলিশ আব্দুল কাদির শিপু (৩০) নামক বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বর্ণি ইউপির মনারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপু সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির চন্দগ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
লকডাউনে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে চোরাকারবারীরা বিয়ানীবাজার সীমান্ত দিয়ে বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল দেশে প্রবেশ করছে। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বড়লেখার ফকিরবাজার, দাসেরবাজার-বাছিরপুর সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচারে তৎপর হয়ে উঠেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার এসআই আবু সাইদ, এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মনারাই এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায়। এক ব্যক্তি নীল রঙের প্রাইভেটকারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির বিড়ি নিয়ে উপজেলার বর্ণি ইউপির মনারাই এলাকার রাস্তা অতিক্রম করছিল। এসময় প্রাইভেটকার (চট্ট মেট্রো গ-১১-০৩৪৬) তল্লাশি করে পুলিশ সোয়া ২ লাখ টাকার ১ লাখ ১০ হাজার ৫শ’ শলাকা শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করে। পরে প্রাইভেটকার আটক ও চালক আব্দুল কাদির শিপুকে পুলিশ গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার দৈনিক মৌমাছি কন্ঠকে জানান, বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়িসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাতেই থানায় মামলা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।