শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জে সম্প্রতি মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে আত্মহত্যা প্রবণতা। প্রাথমিক তথ্য অনুযায়ী একমাসে ৯টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে অভাব আর নেশাগ্রস্ত হয়ে বিষপানে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষপান করলে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত একমাসে ৮ জনের আত্মহত্যা ও ১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।জানা যায়, উপজেলায় আত্মহত্যায় ৯টি মৃত্যু ও একটি অস্বাভাকি মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বুধবার রাতে মদনমোহন পুর চা বাগানের খৃষ্টানটিলা এলাকার বাদল গোমেজের ছেলে মিলন গোমেজ মিলু (৩৭) নামের চা শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছে। মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে নেশা ও হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। ২৯ জুন পৌরসভা এলাকার খোশালপুর গ্রামে হেপী আক্তার (২৮) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করে। রবিবার দুপুরে সে বিষপান করলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। ২৮ জুন আলীনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে রুনা বেগম (১৮) নামে এক তরুনী প্রেম সংক্রান্ত বিষয়ে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। ২৭ জুন মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর বাগানের সোমেনা বেগম (২০) স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করে। ২৬ জুন মাধবপুর এর পাত্রখোলা চা বাগানে অর্জুন মাহালি (২৭) নামে এক চা শ্রমিক গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ২৪ জুন গাড়ি চালানো শিখতে গিয়ে আলীনগরের চিতলীয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাপায় জাফর মিয়া (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। ১৫ জুন কালাছড়া গ্রামের ধনা মিয়ার ছেলে সোলেমান মিয়া (২৬) আত্মহত্যা করে মারা যায়। ১৩ জুন মুন্সীবাজারের বিক্রম কলস গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দিপা চৌধুরী (২৮) এর রহস্যজনক মৃত্যু হয়। ২ জুন শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলায় সম্ভু বাউরী (৪৫) নামে এক শ্রমিক গাছের সাথে দঁিড় দিয়ে আত্মহত্যা করে। গত ১ জুন রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক রোগী বিষপান করে আত্মহত্যা করে। ১ জুলাই পতনউষার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের সায়েদ আলী (৬০) নামে এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আসলে সমাজ ব্যবস্থায় মানুষ পারিবারিকসহ নানাভাবে মানসিক যন্ত্রনায় ভোগে আত্মহত্যা করে। এটিও একটি রোগ। তবে এসব রোধকল্পে পরিবার ও সমাজের সচেতন অংশকে এগিয়ে আসতে হবে।