সালেহ আহমদ: মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আদ্বহার তিনটি জামাত আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ জুন) এ উপলক্ষে ঈদগাহ কমিটির এক সভা মৌলভীবাজার পৌরসভা হলরুমে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সালেহ আহমদ: সভার শুরুতে পৌর মেয়র বিগত দিনের আয়-ব্যায়ের হিসাব উপস্থাপন করেন। সকল খরচ বাদ দিয়ে ঈদগাহের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানান তিনি। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় পবিত্র ঈদুল আদ্বহার পৃথক তিনটি জামাত আদায় করা হবে ঈদগাহে। প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, ২য় জামাত সাড়ে ৭টায় ও ৩য় জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুহিবুর রহমান, সানী ইমামের দায়িত্ব পালন করবেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ শামিম আহমদ।সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ২য় জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মুফতি শামছুজ্জোহা, সানী ইমামের দায়িত্ব পালন করবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ৩য় জামাতে ইমামতি করবেন বায়তুল মনোয়ার জামে মসজিদের (স্ট্যান্ড মসজিদ) এর খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, সানী ইমামের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাসান আহমদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, মোঃ জামাল উদ্দিন, সৈয়দ আব্দুর রউফ মানিক, সৈয়দ নওশের আলী খোকন, সিনিয়র সাংবাদিক এস.এম উমেদ আলী, শেখ মোঃ ইলিয়াস, মোঃ ইমদাদুল হক মছনু, আয়াছ আহমদ, সৈয়দ মেহবুব মোর্শেদ, এডভোকেট মোস্তাক আহমদ, আবিদুর রহমান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ শাহেদ আহমদ, মোঃ অলিউর রহমান, আমিনুর রশিদ, মোঃ আব্দুল মুহিত, কয়ছর আহমমদ, জহির উদ্দিন আহমেদ, মোঃ রুবেল মিয়া, শেখ মোঃ জামাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..