1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘এবার জোকোভিচের হাতে উঠবে উইম্বলডন শিরোপা’

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: বয়স ৪০। কিন্তু র‌্যাকেট হাতে দাপট দেখলে সেটা বোঝার উপায় নেই। এবার সেই রজার ফেদেরারই আবার বলছেন, চলতি উইম্বলডন শিরোপা জিতবেন নোভাক জোকোভিচ।
চলতি বছর দারুণ খেলছেন জোকোভিচ। পরিকল্পনা মতই এগোচ্ছেন সার্বিয়ান এ টেনিস তারকা। তাই ফেদেরারের মনে হয়ে এবার উইম্বলডন জিতবেন জোকোই, ‘নোভাকের এই বছরটা দারুণ কাটছে। প্রতিটি ম্যাচ জেতার জন্য ও সঠিক পরিকল্পনা করে এগোচ্ছে। সেটা এক কথায় অনবদ্য। অস্ট্রেলীয় ওপেনের পর ফরাসি ওপেনেও নোভাক নিজের নামের প্রতি সুবিচার করেছে। তাই আমার মতে চলতি উইম্বলডনেও নোভাকই ফেভারিট ও যোগ্যতম ব্যক্তি। খুব পরিশ্রম করছে। ওকে হারানো বেশ কঠিন হবে।’

এখন পর্যন্ত ২০ করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার এবং রাফায়েল নাদাল। অন্যদিওক জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ১৯টি। সেক্ষেত্রে এ বারের উইম্বলডন জিতলেই ফেদেরার ও নাদালকে ছুঁয়ে ফেলবেন ‘জোকার’। তবুও এমন সময় এই সার্বিয়ান তারকার ভূয়সী প্রশংসা করলেন ফেদেরার, ‘যে সাফল্য এই মুহূর্তে জোকোভিচ পাচ্ছেন তিনি সেটা পাওয়ার যোগ্য।’

শনিবার উইম্বলডনের শেষ ১৬-য় রেকর্ড সংখ্যক ১৮ তম বার পৌঁছেছেন ফেদেরার। আর সেই ম্যাচ শেষেই এই সুইস তারকা জানালেন যে জোকোভিচ এই উইম্বলডন জয়ের যোগ্য দাবীদার।

এরইমধ্যে চলতি বছর অস্ট্রেলীয় ওপেন ও ফরাসি ওপেন নিজের করে নিয়েছেন জোকোভিচ। এ বার তার চোখ উইম্বলডন ও ইউএস ওপেনে। এই দুটি শিরোপা জিততেই টেনিস সফরের ‘ক্যারিয়ার স্ল্যাম’ জয়েরও নজির গড়েবেন জোকো।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..