1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সেমিতে ভোরে মাঠে নামছে ব্রাজিল, একাদশে দুঃসংবাদ

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : নিজেদের ঘরের মাঠেই কোপা আমেরিকা আয়োজন করেছে ব্রাজিল। এবারের আসরে যেন পাগলা ঘোড়ার মতোই ছুটছে তিতের দল। পুরো টুর্নামেন্টে সব ম্যাচ জিতে যোগ্য দল হিসেবেই উঠেছে টুর্নামেন্টটির সেমিফাইনালে। সেমিফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গেল বারের ফাইনালিস্ট পেরুকে। গত ফাইনালে এই পেরুকেই ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। ভোরে সেই পেরুর বিপক্ষেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে নেইমার-ক্যাসিমেরোরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় রিও ডি জেনেইরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে এ দুই দল। শুধু গত আসরের ফাইনালে নয়, চলতি আসরের গ্রুপপর্বের ম্যাচেও পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন ৪-০ গোলের বড় জয় পেয়েছিল তিতের শিষ্যরা।

সবমিলিয়ে এ দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ৪৯ ম্যাচে। যেখানে ব্রাজিলই জিতেছে ৩৫টি ম্যাচ, ড্র ৯টি আর পেরুর জয় ৫ ম্যাচে। কোপা আমেরিকায় মোট ১২ বার একে অপরের বিপক্ষে খেলেছে এ দুই দল। যেখানে ব্রাজিলের জয় ৮ ম্যাচে আর ড্র-পরাজয় ২টি করে ম্যাচে।

এদিকে, সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল ফুটবল দল। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখায় সেমিফাইনালে মাঠে থাকতে পারবে না দলটির অন্যতম সেরা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। শুক্রবার রাতে রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে চিলিকে ১-০ গোলে হারায় ব্রাজিল। ওই ম্যাচেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেসুস। ৪৯তম মিনিটে ফুটবলের মাঠে যেন রেসলিং খেলেন জেসুস। দৌড়ে গিয়ে চিলির লেফটব্যাক ইউজেনিও মেনার মুখে উড়ন্ত লাথি মারেন তিনি। বুটের লাথি খেয়ে আহত হন ইউজেনি।

চলতি কোপার পারফরম্যান্সেও এগিয়ে রয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে গ্রুপপর্বের চার ম্যাচে দুইটি জিতেছিল পেরু, ড্র হয় এক ম্যাচ। পরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। ফল নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে তারা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..