শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : মৌসুমি ঝড় এলসার আঘাত হানার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ধসে পড়া ভবনটির বাকি অংশ ভেঙে ফেলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, রবিবার রাতে বিস্ফোরণের মাধ্যমে এটি ভেঙে ফেলা হয়। ঐ অংশে কোন মানুষ ছিলনা। রবিবার রাত ১০টার দিকে বিস্ফোরণের মাধ্যমে এটি ভেঙে ফেলা হয়।
বিস্ফোরণের আগে বন্ধ করে দেয়া হয় উদ্ধারকাজ। গত ২৪শে জুন ১২ তলা ভবনটি ধসে যায়। ভবনধসের কারণ এখনো জানা যায়নি। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে ও নিখোঁজ রয়েছেন ১২১ জন।
ধসে যাওয়া ওই ভবনের ব্যাপারে আগেই সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। ভবনটির মূল নকশায় ত্রুটি ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিলেন, এই ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।