রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন
জয়নাল আবেদীন:কুলাউড়া উপজেলার হাজীপুররে একটি কম্পিউটার দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এসময় ১টি কম্পিউটার, দুইটি প্রিন্টার, মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকানের মালিকের। সোমবার গভীর রাতে পীরেরবাজার এস আর কম্পিউটার দোকানে এ চুরির ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে থানায় নিয়েছে।
দোকান মালিক শাহিন মিয়া জানান, রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে দোকানে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখেন দোকানে থাকা একটি সম্পর্ণ কম্পিউটার, একটি লেজার প্রিন্টার, একটি কালার প্রিন্টার, স্যামসাং, মোবাইল, ক্যাশ ভেঙে নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি কওে নিয়ে যায়। কুলাউড়া থানা এস আই তপন কুমার ও এস আই ছাদিক আলী ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য পীরেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির তজমুল আলীর ছেলে ছাদেক মিয়া (২৫) ও পীরেরবাজার ব্যবসায়ী মোটর সাইকেল ইঞ্জিনিয়ার খলিলুর রহমান(৩৫)কে থানায় নিয়ে যায়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আনা হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।