1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ট্রাম্পের সমাবেশে গুলির কারণ এখনো স্পষ্ট নয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : এফবিআই জানিয়েছে, যে গুলি চালিয়েছে, সে কখনোই সন্দেহের তালিকায় ছিল না। তার সমাজমাধ্যম ঘেঁটেও সন্দেহজনক কিছু মেলেনি।

গুলি চলার ঘটনার পরেই মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা অপরাধীকে গুলি করে হত্য়া করে। কিন্তু প্রশ্ন উঠছে, গুলি চলার আগেই কেন নিরাপত্তারক্ষীরা অপরাধীকে চিহ্নিত করতে পারলেন না।

সিক্রেট সার্ভিস এজেন্টরা জানিয়েছেন, ওই ব্য়ক্তি যে গুলি চালাতে পারে, তা তারা বুঝতেই পারেননি। ওই ব্য়ক্তি তাদের সন্দেহের তালিকাতেই ছিল না। গুলি চলার পরেই তারা ওই ব্য়ক্তিকে চিহ্নিত করেন।

অপরাধীর নাম থমাস ম্যাথিউ সি। কেন সে গুলি চালালো, তা এখনো স্পষ্ট নয়। ওই বন্দুকধারীর সমস্ত তথ্য জানার চেষ্টা করছে এফবিআই। তার সমাজমাধ্য়ম, ব্য়ক্তিগত জীবন সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ।

এদিকে ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কয়েকদিনের মধ্যেই রিপাবলিকানদের কনভেনশন আছে। সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।

সাবেক দমকল প্রধানের মৃত্য়ু
নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন আমেরিকার সাবেক দমকল প্রধান কোরি কমপেরেটোর। স্ত্রী এবং মেয়েকে নিয়ে এদিন ট্রাম্পের মিছিলে গেছিলেন তিনি। গুলির আওয়াজ পাওয়ার পরেই তিনি মেয়ে এবং স্ত্রীকে আড়াল করার চেষ্টা করেন। গুলি ধেয়ে আসছিল তার মেয়ের দিকে। মেয়ের সামনে শিল্ডের মতো দাঁড়ান ৫০ বছরের এই সাবেক আগুন-যোদ্ধা। মৃত্য়ুবরণ করেন।

জো এবং জিল বাইডেনও আলাদা করে কোরির পরিবারের প্রতি সমবেদনে জানিয়েছেন। গুলিতে আহত আরও দুজন এখনো হাসপাতালে ভর্তি। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক।

এদিনের ঘটনার পর গোটা আমেরিকাজুড়ে ভয়ের আবহ তৈরি হয়েছে। বছরের শেষ পর্বে নির্বাচন। তার আগে আরও এমন সংঘাত এবং অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। রোববারের ঘটনার পর ওভাল অফিস থেকে বাইডেন একটি টেলিভিশন বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, সকলকে সতর্ক হতে হবে। রাজনীতির চড়া সুর নামাতে হবে। এমন সহিংসতা বন্ধ করতে হবে। আমেরিকার রাজনীতিতে এই সহিংসতার কোনো জায়গা নেই।

বাইডেনের কথায়, ‘যা ঘটেছে, তা থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। সকলকে এক পা করে পিছিয়ে আসতে হবে। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘাত চরম জায়গায় পৌঁছেছে। এই উত্তাপ কমাতে হবে।’

বাইডেন এদিন জানিয়েছেন, আক্রমণকারীকে হত্য়া করা হলেও আক্রমণের কারণ এখনো স্পষ্ট নয়। ওই ব্য়ক্তির পিছনে অন্য কোনো ব্য়ক্তি বা সংগঠন আছে কি না, তা-ও পরিষ্কার নয়।

গোটা ঘটনার স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন বাইডেন। বস্তুত, ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয়বার ওভাল অফিস থেকে এমন টেলিভিশন বিবৃতি দিলেন বাইডেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া এমন বিবৃতি তিনি খুব বেশি দেননি।

এদিকে রোববারই ট্রাম্পের ছেলে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, ডনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে যাচ্ছেন। ট্রাম্পের ছেলে জানিয়েছেন, তার বাবা রিপাবলিকান কনভেনশন যেখানে হবে, সেখানে পৌঁছে গেছেন। এদিন দুপুরে ট্রাম্প অবশ্য বলেছিলেন, তিনি কনভেনশনে যাওয়া কিছুটা পিছোতে চান। অন্তত দুই দিন। পরে তিনি মত বদল করেন।
সূত্র : ডয়চে ভেলে

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..