শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: গত চার মাসে সাত কেজি ওজন কমালেন বিদ্যা সিনহা মিম। আর সেই বার্তা ভক্তকূলে জানান দিলেন ফিটনেসের নতুন ছবি প্রকাশের মাধ্যমে। হ্যাঁ, সামাজিক মাধ্যমে প্রকাশ করা মিমের সেই ছবি তার ফিটনেস সৌন্দর্যের ঝলকই দেখাচ্ছে।নায়িকা জানান, এখন বেশিরভাগ সময়ই বাসাতে থাকতে হচেছ।
কারণ, কঠোর লকডাউনের মধ্যে কোথাও বের হওয়ার সযোগ নেই। সিনেমার কাজ বন্ধ থাকায় প্রচুর অবসর পাচ্ছেন। টিভি দেখা, বই পড়া এবং পারিবারিক কাজে সময় দিচ্ছেন। পরিবারের সঙ্গে সময় ব্যয় করছেন।মিম বলেন, আমি তো সবসময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা, এখন অবসর সময় বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে ৭ কেজি ওজন কমালাম। আরও কিছু ওজন কমানোর ইচ্ছা আছে। শারীরিকভাবে ফিট থাকলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘ্নিত হয়।চলমান করোনা মহামারির কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন মিম। মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসেছেন বটে, তবে সেটি বিশেষ অনুরোধের নাটক নিয়ে। কিছু দিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। পাশাপাশি কাজে যুক্ত হয়েছেন।