বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : মৌলভীবাজারে জেলার প্রতিটি সড়কে সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের সপ্তম দিনে আজ ৭ জুলাই সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা গেছে। বৃষ্টির মধ্যেই মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। সেই সাথে বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির তৎপরতা দেখা গেছে। লকডাউন আর বৃষ্টিতে অনেকটা বন্দি হয়ে পড়েছেন মানুষ। সেজন্য সড়কগুলো বেশ ফাঁকা ছিল। মৌলভীবাজার জেলা সদরসহ জেলার বিভিন্ন সড়কে আগের দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল কম, তবে রিকশা ছিল প্রচুর। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সাধারণ জনগণের উপস্থিতি খুবই কম থাকলেও পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজেই বাইরে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন। কোনো কোনো চেকপোস্টে বৃষ্টি থেকে বাঁচার উপায় না থাকায় খানিকটা দূরে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়েই দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। এছাড়াও যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণে মৌলভীবাজারে প্রবেশদ্বার বেজবাড়ী,কলেজ পয়েন্ট,কুলউড়া বাস স্টেন্ড এলাকা, চৌমুহনা, কুসুমবাগ সড়কসহ প্রধান সড়ক গুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে। বিভিন্ন সড়কে বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে ৬-৮জন পুলিশকে। ছাতা ধরে সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে। জানা গেছে, গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। এরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে ৩১ টি চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ও মৌলভীবাজার জেলা প্রশাসনের ২২ টি টহল মোবাইল টিম ৭টি উপজেলায় অভিযান পরিচালনা করেছে।