রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সপ্তম দিনে মৌলভীবাজারে মানুষের চলাচল বেড়েছে। প্রধান সড়ক ও অলিগলি সবখানেই চলাচল বেশি।
বৃষ্টির কারণে সকালে যানবাহন সড়কে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চলাচল। লকডাউন মানার ক্ষেত্রে একটু ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে।
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করায় ১০১ ব্যক্তিকে মোট ১,০৮,৩০০/- টাকা অর্থদন্ড প্রদান এবং ২৪ ব্যক্তিকে আটক। আজ বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৫.৩০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় সর্বোপরি সরকারি আদেশ অমান্য করায় ১০১ ব্যক্তিকে মোট ১,০৮,৩০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয় এবং ২৪ জন ব্যক্তিকে আটক করা হয়।