সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির কার্যকরী সদস্য এম এ কাসেম চৌধুরীর পিতা আব্দুন নূর চৌধুরী (৮৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান তিনি৷
এদিকে সাংবাদিক এম এ কাসেম চৌধুরীর পিতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।শোক ও সমবেদনা জ্ঞাপন কারীরা হলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল হক, মো. আবু সঈদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, এম এ কাসেম, জহিরুল ইসলাম অমিত, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, দপ্তর সম্পাদক আব্দুল কাদির জীবন, প্রচার সম্পাদক শাহনূর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য রুপজ আহমদ, পংকজ চক্রবর্তী জয় ও বায়েজিদ রহমান অপি প্রমুখ৷