1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গান শিখছেন আমির খান

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: তাকে মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই ডাকা হয়। তবে সব কাজ যে তিনি নৈপুণ্যের সঙ্গে করেন খালি সেটা নয়। তিনি নিয়মিত নতুন নতুন জিনিস শিখতেও পছন্দ করেন। এই তো কয়েক বছর আগেও তিনি মারাঠি শিখেছেন। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের কথা। তিনি বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে। তবে মন দিয়েছেন গানে। বর্তমানে গান শিখছেন তিনি। এ কথা জানালেন অভিনেতা নিজেই।
সম্প্রতি জুহুতে একটি গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। ছিলেন সেলিম সুলেমান। অনুষ্ঠানে জানান বর্তমানে তিনিও গান শিখছেন। আমির খান বলেন, ‘তোমরা হয়ত জেনে খুশি হবে। আমি গান গাওয়া শিখছি। আনুষ্ঠানিক ভাবে গানের তালিম নিচ্ছি। আমার একজন গুরু আছেন, উনিই আমায় গান শেখাচ্ছেন। গত এক বছর ধরে গান শিখছি।’
বলে রাখা ভালো, মেয়ে আইরার বিয়ের সময়ও প্রাক্তন কিরণ রাওয়ের সঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল আমির খানকে। গান ভীষণ উপভোগ করেন তিনি। তার কাছে গান এখন মেডিটেশনের মতো।
প্রসঙ্গত, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকে অভিনয় থেকে দূরে আছেন আমির খান। আপাতত তিনি প্রযোজনায় মন দিয়েছেন। আগামীতে তাকে ‘সিতারে জমিন পর’ সিনেমাতে দেখা যাবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..