বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
প্যারিস অলিম্পিকে দাপটের সঙ্গে ছুঁটছেন লিওঁ মারশাঁ। এবার এই ফরাসি সাঁতারু জিতে নিলেন চতুর্থ স্বর্ন। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ডে সাঁতার শেষ করে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন মারশাঁ। অলিম্পিকে এত দিন এই ইভেন্টের রেকর্ডটি ছিল মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের, ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ড (২০০৮ বেইজিং অলিম্পিকে)।
মারশাঁ শুধু অলিম্পিক রেকর্ডই ভাঙেননি, বিশ্ব রেকর্ড গড়ার কাছাকাছিও চলে গিয়েছিলেন। ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির বিশ্ব রেকর্ডটি যুক্তরাষ্ট্রের রায়ান লোচটের। ২০১১ সাল থেকে টিকে থাকা ১ মিনিট ৫৪ সেকেন্ডের রেকর্ডটি মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য ছুঁতে পারেননি মারশাঁ।
এই ইভেন্টে ১:৫৫.৩১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ডানকান স্কট। আর চীনের ওয়াং শান ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৬ সেকেন্ড সময় নিয়ে।