বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
আবিদ হোসাইন, প্রতিনিধি, জুড়ী: চলমান ছাত্র আন্দোলন নিয়ে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ জানালেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাহাব উদ্দিন সামছু। তিনি নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে জানান এই আন্দোলন চাইলেই প্রথমেই সমাধান করা যেত। কিন্তু সমাধান না করে উস্কানি দিয়ে পরিস্থিতিকে ঘোলা করা হয়েছে। যার জন্য আওয়ামীলীগের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতিতে আছেন।
তিনি আরও বলেন, আর যাই হোক, সবারই কিন্তু নূন্যতম বিবেক বোধ আছে। ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার (০২ আগস্ট) দেওয়া সাহাব উদ্দিন সামছুর পোস্টটি জুড়ীরসময়ের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
যে আন্দোলন শুধু মাত্র সংলাপের মাধ্যমে সমাধান করা যেত, সেটা কে এই পর্যন্ত এনে এখনও ঘি দিয়ে পরিস্থিতি ঘোলা করছে।
দলের হাই কমান্ড কিংবা দলের সাধারণ সম্পাদক চলমান ইস্যু নিয়ে শুরুতেই চাইলে মীমাংসা করতে পারতেন।
দলের সেক্রেটারি সাহেব কিংবা হাই কমান্ড এই আন্দোলন নিয়ে পালস ধরতে না পারা একধরনের ব্যর্থতা।শুরু থেকে শিক্ষার্থীদের সাথে সমন্বয় করা গেলে সরকারের ভাবমূর্তি অনন্য উচ্চতায় পৌঁছে যেত। যেখানে ছাত্রলীগের নেতা কর্মীরাও যৌক্তিক সংস্কারের পক্ষে, সেখানে এই আন্দোলন নিয়ে আপনার এগ্রেসিভ বক্তব্য সম্পূর্ণ অমূলক। ছাত্রলীগই নাকি মোকাবিলার জন্য যথেষ্ট। আরে আপনার উস্কানীমূলক বক্তব্য শুনে কেও চেয়ার টিকাতে কিংবা কেও আগামীতে চেয়ার পাওয়ার জন্য মরিয়া উঠে। সেদিনের এই এগ্রেসিভ মন্তব্য মোটেই বোধগম্য ছিলোনা। আপনার বক্তব্য সেদিন মুখোমুখি দাঁড় করিয়েছে সংগঠনকে! ইমেইজ সংকটে দাড়িয়েছে প্রিয় সংগঠন।
প্রতিদিন মিডিয়ার সামনে এসে উল্টাপাল্টা কথা বলেন! কখন কোন সময় কি বলতে হবে সেই জ্ঞানটুকু আর নাই বোধহয়। তার জন্য আওয়ামী সংগঠনের লোকেরা চরম বিব্রতকর পরিস্থিতিতে আছেন।
আর যাই হোক, সবারই কিন্তু নূন্যতম বিবেক বোধ আছে।
তাই দ্রæত যেন পরিস্থিতি সামলে উঠে, প্রিয় দেশ সুন্দরভাবে আগের মতোই চলুক।