সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:: উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার ১লা আগষ্ট উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারি ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবা অধিদপ্তরের উপকারভোগী বিভিন্ন ইউনিটের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন প্রমুখ। কর্মশালার সমাপনি সভায় দুইজন দুরারোগ্য রোগিকে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা ব্যয়ের চেক প্রদান করা হয়।