সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানে বসার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে আদৌ ভারত খেলবে কি না, তা নিশ্চিত নয়। তারপরও খসড়া সূচিও তৈরি করা হয়েছে। শুধু খসড়া সূচিই নয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেটও ঘোষিত হয়েছে।
সম্প্রতি কলম্বোতে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৬৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭৫৬ কোটি ৮৬ লাখ টাকা) অনুমোদন দিয়েছে আইসিসি। পাকিস্তানের বাইরে কিছু ম্যাচ হতে পারে, এই শঙ্কার কারণে বাজেট বেড়ে গেছে।
৬৫ মিলিয়ন ডলার বাজেটের মধ্যে প্রতিযোগিতা আয়োজনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ মিলিয়ন ডলার। ২০ মিলিয়ন ডলার রাখা হয়েছে অংশগ্রহনকারী দল এবং প্রাইজমানি খাতে। ১০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে ২০ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচের সম্প্রচার খরচে। ক্রিকবাজ দিয়েছে এ তথ্য।
আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটির (সিইসি) অনুমোদনের নোটে বলা হয়েছে যে-‘পিসিবি স্বাগতিক চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ম্যানেজমেন্টের সাথে একটি ইভেন্ট বাজেটের খসড়া তৈরি করার জন্য কাজ করেছে যা অনুমোদনের জন্য এফএন্ডসিএ-তে জমা দেওয়া হয়েছে। যদি পাকিস্তানের বাইরে কিছু ম্যাচ খেলার প্রয়োজন হয়, তাতেব্যবস্থাপনা ইভেন্টের ব্যয় বৃদ্ধি পেতে পারে, সে খাতেও অনুমোদন করেছে।যদিও আইসিসি পাকিস্তানের বাইরে ভেন্যু নিয়ে আলোচনা করেনি।’