সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীদের সঙ্গে শাহবাগ এলাকায় ছাত্রলীগ, যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার পর এখনো পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অনেক গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ায় রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভাঙচুর না হলেও পাশের বারডেম হাসপাতালেও পড়েছে এর প্রভাব।
নিরাপদ আশ্রয়ের জন্য অনেকে হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছেন না।
আজ রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোন পক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগ মোড়ে অবস্থান নিলেও সংঘর্ষের পর তারা সেখান থেকে সরে যান।