সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন
মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজারের শেরপুরে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ আগস্ট) দুপুরে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এতে কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকায় দু’পক্ষই কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল সম্পন্ন করে চলে যায়।
এ সময় শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো।