সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান: সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ আজ সোমবার।
আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্টে আসা সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।
আজ সোমবার মৌলভীবাজারে চৌমুহনা,কুসুমবাগ পয়েন্ট,হিলালপুর,বেজবাড়ি পয়েন্ট,প্রেসক্লাব মোড়,চাধনীঘাটে শেরপুর এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা কড়া অবস্থানে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট পার হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না।
আজ সোমবার সকাল থেকে মৌলভীবাজার জেলায় গণপরিবহন দেখা যায়নি। হাতে গোনা অল্পসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। মৌলভীবাজার জেলায় প্রবেশপথগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। ঢাকার বাইরে থেকে জরুরি কাজ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এদিকে আজ সোমবার থেকে শুরু হলো সাধারণ ছুটি। মঙ্গলবার ও বুধবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে রাজধানী ঢআকাসহ সারা দেশে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।