1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুৎসিত কুকুর থেকে হলিউড তারকা

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: পেগি নামের একটি একটা কুকুরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। একসময় কুৎসিত হিসেবে ধরা কুকুরটি এখন হলিউড তারকা। সম্প্রতি মুক্তি পাওয়া ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমায় দেখা গেছে পেগিকে। ৫ বছর বয়সী পেগি গত বছর সবার নজরে আসে। একটি প্রতিযোগিতায় পেগি সবচাইতে কুৎসিত কুকুরের তকমা পায় তারপরেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে কুকুরটির মালিক বলেন, ‘হলিউডের সিনেমায় সবটচেয়ে কুৎসিত কুকুরের অভিনয় বিশ্বাসযোগ্য ছিল না। ’ তিনি আরও বলেন, ‘ আমি কখনো স্বপ্ননেও কল্পনা করিনি সে এতবড় তারকা হবে। যখন আমরা ওর ছবি দিয়েছিলাম তখনো ভাবিনি ও এতদূর আসবে। ‘ সিনেমায় অভিনয়ের সময় পেগি তার মালিকের কাছে ছিল না। এ বিষয়ে তার মালিক বলেন, ‘ওই সময়ে খুব মিস করেছি পেগিকে। আমার দুই সন্তানও মিস করেছে তাকে। ’ সামাজিক যোগাযোগমাধ্যমেও পেগিকে নিয়ে আলোচনা চলছে। পেগির মালিক বলেন, ‘যখন আমি অনলাইনে কমেন্ট পড়ি তখন দেখি সেগুলো খুব ইতিবাচক , সবাই পেগিকে সুন্দর বলছে। ’ সিনেমার টিমকে নিয়েও সন্তুষ্ট পেগির মালিক। তিনি বলেন, ‘ তারা সত্যিই পেগিকে ভালোবেসেছে এবং আদর করেছে। ’ শন লেভির পরিচালনায় ডেডপুল অ্যান্ড উলভারিন ডেডপুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ। হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..